
প্রকাশিত: Mon, Dec 19, 2022 4:19 PM আপডেট: Wed, Jul 2, 2025 2:35 AM
শতাধিক নাবিক নিয়ে থাইল্যান্ডের যুদ্ধজাহাজ ডুবি, নিখোঁজ ৩১ নাবিক
ইমরুল শাহেদ: থাইল্যান্ড উপসাগরে ঝড়ে কবলিত হয়ে এই জাহাজ ডুবির ঘটনা ঘটিয়েছে। রোববার পানিতে প্লাবিত হয়ে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সোমবার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ পর্যন্ত ৭৫ জন নাবিককে উদ্ধার করেছেন। ৩১ জন এখনো নিখোঁজ রয়েছে। বিবিসি
নাবিকদের একজন মুখপাত্র বলেছেন, ‘এ পর্যন্ত ১২ ঘন্টা পার হয়ে গেছে। আমরা এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।’
প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে ঝোড়ো বাতাসে ‘এইচটিএমএস সুখোথাই’ নামের জাহাজটির বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। একপর্যায়ে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে থাই রয়েল নেভি তিনটি ফ্রিগেট ও দুটি হেলিকপ্টার পাঠিয়েছে। মেশিনের সাহায্যে জাহাজটিকে তোলার চেষ্টা করলেও প্রবল ঝড়ো বাতাসের কারণে সম্ভব হয়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ডুবে যাওয়ার প্রাথমিক কারণ হিসেবে কর্মকর্তারা বলছেন, ঝড়ের কারণে জাহাজে পানি ডুবে যায়। পুরো জাহজ দ্রুত প্লাবিত হওয়ায় পাওয়ার রুমে শর্ট সার্কিট সৃষ্টি হয়। তারপরও নাবিকদের পক্ষ থেকে বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে তদন্ত করার ঘোষণা দিয়েছে।
নাবিকদের মুখপাত্র অ্যাডমিরাল পগক্রং মন্থার্ডপলিন বলেছেন, ‘আমাদের ফোর্সের ইতিহাসে এমন ঘটনা কদাচিৎ ঘটেছে। বিশেষ করে যে জাহাজটি আমাদের ব্যবহারে রয়েছে।’
জাহাজডুবির পর কিছু ছবি থাই নৌবাহিনীর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়। নিখোঁজ নাবিকদের সন্ধান পাওয়া গেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। থাই নৌবাহিনী জানিয়েছে, নিখোঁজরা এখনও পানিতেই আছেন। তাদের খোঁজ পেতে রাতভর তল্লাশি অব্যাহত ছিল। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
